রীতিমতো বায়োডাটা (রোবোডাটা) দেখে চাকরি হয়েছিল তাদের। দিনরাত কাজ করাই ছিল একমাত্র শর্ত। সেই শর্তানুযায়ী রেস্তোরাঁয় রান্না করা, টেবিলে খাবার পৌঁছে দেওয়া, কর্তার ফাই ফরমাশ খাটা সবই করে আসছিলেন তারা। কিন্তু তাতেও মন জয় করতে পারলেন না মালিকের। তবুও চাকরিটা গেল। অপরাধ, তারা স্মার্ট নয়৷
আনস্মার্ট ১০টি রোবটের চাকরি খোয়া গিয়েছে চীনে। মালিকদের ধারণা এরা ততটা স্মার্ট হতে পারেনি। তাই কলমের এক খোঁচায় চাকরি হারিয়ে এখন বেকার এই রোবটরা।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/মাহবুব