এবার থেকে লম্বা ছুটি কাটাবে কাটাবে ভেনেজুয়েলাবাসী। শনি-রবিবার তো ছিলই। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে শুক্রবার। বিদ্যুৎ বাঁচাতেই এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী দু’মাস শুক্রবার ছুটি দেওয়া হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘোষণা দিয়েছেন।
দেশ জুড়ে বিদ্যুতের অভাব পূরণে এই পদ্ধতিতে অন্তত ২০ শতাংশ বিদ্যুৎ বাঁচানো সম্ভব বলে মনে করছে দেশটির বিদ্যুৎ বিভাগের সরকারি কর্মকর্তারা। কয়েক সপ্তাহ যাবৎ ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে দেশের সবথেকে বড় বাঁধের জলস্তর একেবারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। এর নীচে নামলে আর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে না।
প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার এই দেশের বিদ্যুৎ শক্তির ৭০ শতাংশই আসে জলবিদ্যুৎ প্রকল্প থেকে। নয়া এই সিদ্ধান্তে হাসপাতাল বা স্কুল-কলেজে কি প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট নয়।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/মাহবুব