অর্থ-বিত্ত এবং সুখের মধ্যকার সম্পর্ক নিয়ে দীর্ঘ বিতর্ক ও মতভেদ আছে। অর্থ দিয়ে সুখ কেনা সম্ভব কিনা এর পক্ষে-বিপক্ষে মত আছে। যেমন 'অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না' বলে ব্রিটিশ রক ব্যান্ড দল বিটলসের মত। তবে অর্থ দিয়ে 'সুখ কেনা সম্ভব' হতে পারে ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে। বিভিন্ন খাতে অর্থব্যয়ের ৭৭ হাজার লেনদেন [ট্রানজেকশন] বিশ্লেষণ করে তারা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গবেষণাটিকে অর্থ ও সুখের মধ্যকার সম্পর্ক স্থাপনে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। খবর ইয়াহু নিউজের
গবেষণায় দেখা গেছে, ব্যক্তিত্বের সঙ্গে যায় এমন খাতে বা জিনিসের উপর মানুষের খরচ করার একটা প্রবণতা রয়েছে। অার এমনকি করতে পারলেই মানুষ বেশি সুখ অনুভব করে।
এ বিষয়ে ক্যামব্রিজ জাজ বিজনেস স্কুলের গবেষণা সহকারী জো গ্লাডস্টোন বলেন, 'ঐতিহাসিকভাবে বিভিন্ন গবেষণায় অর্থ ও সামগ্রিক সুখের মধ্যে এক ধরনের দুর্বল সম্পর্কের কথা বলা হয়েছে।'
তিনি আরো বলেন, 'আমাদের গবেষণা এক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে এবং তা দেখাচ্ছে যে আমাদের ব্যক্তিত্বের সঙ্গে যায় ও মনস্তাত্ত্বিক প্রয়োজন মেটায় এমন সামগ্রী ও সেবার উপর অর্থ খরচ আমাদের সুখ বাড়াতে পারে।'
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/শরীফ