পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পণ্য হিসেবে বিক্রি করতে বিজ্ঞাপন দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ই-কমার্স ওয়েবসাইট ইবে !
সাইটটিতে নওয়াজকে বিক্রি করতে বিজ্ঞাপনটি দিয়েছেন এক ব্যক্তি। এতে পাকিস্তান প্রধানমন্ত্রীর দাম উঠেছে প্রায় ৬২ লাখ রুপি! বাংলাদেশি মুদ্রায় যার দাম ৭৩ লাখ ১ হাজার ২০৮ টাকা।
তবে বিজ্ঞাপনদাতার নাম, পরিচয় পাওয়া যায়নি। বিজ্ঞাপনে নওয়াজ শরীফকে 'অপদার্থ' বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপনের বর্ণনায় বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিক্রির জন্য ব্যবহৃত। এ নিয়ে আর কিছু বলার নেই। কোনো বক্স বা নির্দেশনা নেই। ক্রেতা অবশ্যই তা ক্রয় করতে পারবেন। বিক্রেতা এই পণ্য স্পর্শ করতে চায় না। কেন্দ্রীয় লন্ডন থেকে নিয়ে যান। ক্রেতাকে অবশ্যই তা নিজের যানবাহনে নিয়ে যেতে হবে।'
এতে আরও বলা হয়, এ পণ্য কোনো কাজে আসে না। এটি জন্মগতভাবে দুর্নীতিগ্রস্ত। পণ্যের পরিবারও দুর্নীতিগ্রস্ত। একে নিয়ে যান এবং এ রোগ থেকে আমাদের মুক্তি দিন। এটি ক্রয় করুন এবং এর সঙ্গে শাহবাজ শরীফকে ফ্রি দেওয়া হবে। এই পণ্যটি আবার দারুণ নাটক করতে পারে। অধিকন্তু কোনো কাজেই আসে না। এরকম কত কি! খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/শরীফ