কথায় আছে, রেগে গেলেন তো আপনি হেরে গেলেন। কিন্তু মানুষের মাথায় যখন রাগ চড়াও হয়, তখন কি আর এই নীতি বাক্য খাটে। আর এই রাগের কারণেই কত কিছু ধ্বংস করছে মানুষ। এ রকম একটি ঘটনা ঘটেছে ইসরায়েলে। রেগে পুরো পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দিলেন এক নারী। সম্প্রতি এই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এক নারী তার সঙ্গীকে নিয়ে ভ্রমণে বের হয়েছেন। পথে গাড়ি থামিয়ে এক পাম্প থেকে পেট্রোল নিচ্ছিলেন তারা। এসময় পুরুষ সঙ্গীর কাছে সিগারেট চেয়েছিলেন ওই নারী। কিন্তু পেট্রোল পাম্পের ভেতর সিগারেট দিতে রাজি হয়নি তিনি। আর এতেই যা করে বসলেন ওই নারী তা হয়তো তার সঙ্গী একবারের জন্যও ভাবতে পারেননি।
সিগারেট না দেওয়ায় পেছনের দিকে এগিয়ে গিয়ে ফিরে আসেন তেলের পাম্পের পাইপের কাছে। এরপর ওই নারী পকেট থেকে ম্যাচের কাঠি বের করে যেখানে তেল ঢালা হচ্ছিল, সেখানে আগুন ধরিয়ে দেন। মুহূর্তে সেই আগুন দাবানলের মত পুরো পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়ে। গাড়িও পুড়ে ছাই হয়ে যায়।
প্রথমে পেট্রোল পাম্পে আগুন লাগার কারণ জানা না গেলেও পরে বেরিয়ে আসে আসল ঘটনা। পাম্পের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই নারী রেগে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৬/মাহবুব