ভোরবেলা কাজে গিয়ে কারখানার গেইটে তালা ঝুলতে দেখাটা শ্রমিকদের কাছে নতুন কিছু নয়। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গেইটেও যে তালা ঝুলতে পারে, তা বোধকরি কস্মিনকালেও মাথায় আসেনি কর্মীদের। এমন ঘটনা দেখে তাজ্জাব ব্যাংকের গ্রাহকরাও।
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদে। ব্যাংকের কর্মী ও গ্রাহকরা সকালে গিয়ে দেখতে পান গেইটে ঝুলছে নতুন তালা। সঙ্গে দু'টি নোটিশ। একটি বাড়িওয়ালার, অন্যটি ব্যাংকের। বাড়িওয়ালার নোটিশে পরিষ্কার লেখা রয়েছে, শুধু ভাড়া না দেওয়াই নয়, বাড়িওয়ালার সঙ্গে লিজ চুক্তি নবায়ন করেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জবাব দেওয়া হয়নি আইনি নোটিশেরও। সেজন্যই বাড়ির মালিক দেনাদার ব্যাঙ্কের ওই শাখা অফিসের গেইটে তালা ঝুলিয়ে দিয়েছেন।
গেইটে ঝোলানো নোটিশে তাঁরা জানতে পারেন, ৯ মাসের ভাড়া শোধ করেনি বলেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গেইটে তালা ঝুলিয়েছেন বাড়ির মালিক।
বাড়িওয়ালার এই নোটিশের পাশেই আবার রয়েছে ব্যাংক কর্তৃপক্ষের একটি নোটিশ। বাড়িওয়ালা যখন গেইটে তালা ঝোলানোর কারণ সাফ জানিয়ে দিয়েছেন, সেখানে পাশের নোটিশেই আবার ব্যাঙ্কের বক্তব্য, প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্যাঙ্কের এই শাখা বন্ধ রয়েছে। তাই গ্রাহকদের প্রয়োজনে এই ব্যাঙ্কের অন্য কোনও শাখায় যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৬/ এস আহমেদ