আমরা কত রকম খামারের কথাই না শুনেছি যেমন গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার, শাপের খামার ইত্যাদি। কিন্তু তাই বলে মানবশিশুর খামার! অবিশ্বাস্য হলেও ভারতের মধ্যপ্রদেশের এক হাসপাতালে সম্প্রতি এমনই এক খামারের সন্ধান মিলেছে। এই খামারে নাকি নিয়মিত নবজাতক বেচাকেনা ও অর্থের বিনিময়ে অদলবদল হয়! খবর : দ্য গালফ টুডের
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের গয়ালিওর জেলার বেসরকারি পালাশ হাসপাতালের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে গোপনে মানবশিশু বেচাকেনার কাজ করে আসছে। তবে কতদিন আগে তারা এই 'শিশু খামার' গড়ে তোলে তা জানা যায়নি। সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই হাসপাতালে অভিযান চালালে তা প্রকাশ্যে আসে।
পুলিশের দাবি, মূলত ধর্ষণ ও অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হওয়া নারীরা মধ্যপ্রদেশের এই হাসপাতালে সন্তান প্রসব করে থাকেন। মূলত সেসব শিশুই বেচাকেনা হয়।
ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, অভিযান চালিয়ে হাসপাতালের ম্যানেজার অরুন ভাদোরিয়াসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাসত্ব ও বেশ্যাবৃত্তির অভিযোগ এনে তাদেরকে জরিমানা ও মামলা করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা প্রতীক কুমার জানান যে তার বিশ্বাস ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির নিজস্ব এজেন্ট রয়েছে। যারা অবৈধ সন্তান চান না তাদের এরা ধরে নিয়ে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, অবৈধ সন্তান গর্ভপাত ঘটানোর জন্য বাবা-মা মেয়েদের এখানে পাঠালে সেখানকার ডাক্তাররা সেসব নারীদের নিরাপদে ও গোপনে সন্তান জন্ম দিতে আশস্ত করেন। যেমাত্র সন্তান জন্ম দেওয়া হয়, সেমাত্র ওইসব মেয়েদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর কর্তৃপক্ষ ক্রেতা খুঁজতে থাকেন।
পুলিশ আরও জানায়, মেয়ের বিনিময়ে ছেলে, ছেলের বিনিময়ে মেয়েশিশুও অদলবদল করা যায় এখানে।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৬/শরীফ