ভারতের প্রথম বুলেট ট্রেন ছুটবে সমুদ্রের তলা দিয়ে। এজন্য মুম্বাইয়ের থানের খাঁড়ি অঞ্চল (নদী বা সাগরের মোহনা) থেকে ভিরারের দিকে আরব সাগরের নিচ দিয়ে সুড়ঙ্গপথ তৈরি করা হবে। এমনই রিপোর্ট পেশ করেছে ভারতে বুলেট ট্রেনের দায়িত্বে থাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ওরফে জিকা। খবর সংবাদ প্রতিদিনের।
মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত ৫০৮ কিলোমিটার হাই স্পিড রেল করিডরে ২১ কিলোমিটার জুড়ে থাকবে এই সুড়ঙ্গ। যা তৈরি করতে খরচ পড়বে ৯৭,৬৩৬ কোটি টাকা। এর ৮১ শতাংশ স্বল্প সুদে ঋণ হিসেবে দিবে জাপান। ৫০ বছরে ০.১ শতাংশ হারে এই টাকার সুদ দেবে ভারত। শর্ত অনুযায়ী কাঁচামাল আসবে জাপান থেকেই। চলতি বছরের শেষে চুক্তি স্বাক্ষরের পর ২০১৮ সালে কাজ শুরু হবে।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৬/মাহবুব