বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ম্যাগি মারা গেছে। মৃত্যুর সময় প্রাণীটির বয়স হয়েছিল ৩০ বছর। তবে মানুষের সাথে বয়সের তুলনায় ম্যাগির বয়স ১৩৩ বছর। খবর বিবিসি বাংলার।
কেল্পি জাতের কুকুর ম্যাগির মালিক অস্ট্রেলিয়ার অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার দুধের খামারি ব্রায়ান ম্যাকলারেন স্থানীয় এক সংবাদপত্রকে জানিয়েছেন, রবিবার যে ঝুড়ির মধ্যে ম্যাগি শুয়ে থাকতো সেখানেই ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। বয়স ৩০ হলেও গত সপ্তাহেও ম্যাগি ছিল সম্পূর্ণ সুস্থ। কুকুরটি খামার থেকে হেঁটে আমার অফিসে এসেছিল এবং কুকুর বেড়াল বা অন্য কিছু দেখলে যেমন ঘেউ ঘেউ করে, তাও করেছিল। তারপর দুদিনের মধ্যে তার শরীর ভাঙতে থাকে।
এদিকে, ম্যাগিকে সবচেয়ে বয়োবৃদ্ধ দাবি করা হলেও আনুষ্ঠানিকভাবে তা স্বীকৃত না। ব্রায়ান ম্যাকলারেনের ছোট ছেলে লিয়াম যখন চার বছরের তখন তিনি ম্যাগিকে বাড়িতে এনেছিলেন। লিয়ামের বয়স এখন ৩৪ বছর। তবে আনুষ্ঠািনকভাবে সবচেয়ে বয়স্ক কুকুরটিও ছিল অস্ট্রেলিয়ার। ব্লুই নামের ওই কুকুরটি ১৯৩৯ সালে মারা যায়। তার তখন ছিল ২৯ বছর।
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৬/ রশিদা