সিলেটের বিশ্বনাথে উদ্ধার হওয়া চোরাই গাভী নিয়ে বেকায়দায় পড়েছে থানা পুলিশ। প্রায় তিনমাস আগে অলংকারী ইউনিয়নের টেংরা এলাকা থেকে গাভীটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পনের দিন পর থানার ভেতরেই গাভীটি একটি বাচ্চা প্রসব করে। দীর্ঘদিন অতিবাহিত হলেও তার মালিকের সন্ধান না পাওয়ায় গাভী ও বাছুরের লালন-পালনে হিমশিম খাচ্ছে পুলিশ।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান বলেন, প্রায় তিন মাস আগে গাভীটিকে উদ্ধার করা হলেও এখনো মালিককের খোঁজ মেলেনি। তাছাড়া এটি একটি বাচ্চাও প্রসব করেছে। যার ফলে থানার ভেতরে গাভীটির লালন-পালন নিয়ে বেকায়দায় রয়েছি আমরা।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব