প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা করে পর্ন ফিল্ম দেখলে মাসিক বেতন ৯ লক্ষ টাকা! অাশ্চর্যজনক হলেও এমনই একটি বিজ্ঞাপন দিয়েছে ডেনমার্কের একটি বার। আর যিনি এই কাজে নিয়োগ পাবেন তার কাজ, পর্ন দেখে শব্দ এডিট করা। পদের নাম ‘পর্ন জ্যাকি’।
তবে যেকেউ এই পদের জন্য আবেদন করতে পারবে না। ডেনমার্কের ওই বার পর্ন জ্যাকি পদের জন্য ন্যূনতম কিছু যোগ্যতাও বেধে দিয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি। খোলামেলা মনের হতে হবে। তিনি কেন নিজেকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেন তা বার কর্তৃপক্ষকে জানাতে হবে। আর তাঁকে খুব ভাল সাউন্ড এডিটর হতে হবে।
বেছে নেওয়া আবেদনকারীকে পর্ন ফিল্ম দেখার জন্য ডিভিডি, ল্যাপটপ এমনকি বারের ভিতরে একটি ফাঁরা ঘরও তাঁকে দেওয়া হবে। হঠাৎ করে এমন অদ্ভুত কাজের বিজ্ঞাপন দিতে গেলেন কেন বার কর্তৃপক্ষ?
বারের মালিকের উত্তর, পর্ন ফিল্ম দেখে কিছু আকর্ষণীয় শব্দ এডিট করবেন ওই পর্ন জ্যাকি। সেই শব্দ বারের বিভিন্ন অংশে, বিশেষ করে বাথরুমে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে ব্যবহার করা হবে। ব্যবসা আরও ফুলে ফেঁপে ওঠার জন্যই এই ব্যবস্থা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব