১৮ জুলাই, ২০১৬ ১৫:২৩

দেরিতে বিমান ছাড়লে যাত্রীদের পকেটে ১০,০০০টাকা!

অনলাইন ডেস্ক

দেরিতে বিমান ছাড়লে যাত্রীদের পকেটে ১০,০০০টাকা!

কোনো কারণ ছাড়াই ফ্লাইট অকারণে বাতিল হয়ে যায় কখনো কখনো। কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা এয়ারপোর্টে বসে থাকার পরও ফ্লাইটের দেখা মেলে না। বিমান যাত্রীদের কম-বেশি এধরনের সমস্যার সামনে পড়তে হয়। এবিষয়ে অভিযোগ জানিয়ে তেমন কোনো লাভ হতো না। তবে এবার আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল কিংবা দুই ঘণ্টার বেশি দেরিতে বিমান উড়লে, তার জন্য জরিমানা গুণতে হবে ভারতের বিমান সংস্থাগুলোকে। 

আগস্ট মাস থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। যাতে অকারণে ফ্লাইট বাতিল বা দুই ঘণ্টার বেশি দেরিতে চললে যাত্রীদের ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে বিমানসংস্থাকে। বর্তমানে অবশ্য ক্ষতিপূরণ হিসেবে ৪ হাজার টাকাই পান যাত্রীরা। সংবাদ প্রতিদিন। 


বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর