১৮ জুলাই, ২০১৬ ১৯:২৩

খেলতে খেলতে শিশুর গলায় পুঁটি মাছ! অতপর...

অনলাইন ডেস্ক

খেলতে খেলতে শিশুর গলায় পুঁটি মাছ! অতপর...

খেলতে খেলতে সবার সামনেই আস্ত একটি পুঁটি মাছ খেয়ে ফেলে ভারতের মালদহ জেলার মোথাবাড়ির ব্লকের আট মাসের নাফিজা খাতুন নামে একটি শিশু। এরপর সেই মাছটি আটকে যায় শ্বাসনালীতে। বিপাকে পড়েন অভিভাবকরা। প্রথমে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে ও পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। এরপর চিকিৎসকদের দীর্ঘ চেষ্টায় প্রাণে বাঁচে শিশুটির।

ঐ শিশুর পিতা মালদহের কালিয়াচক থানার মোথাবাড়ি এলাকায় রফিকুল ইসলাম জানিয়েছেন, হাট থেকে মাছ নিয়ে আসার পর তার স্ত্রী মাছ কেটে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। পাশেই বসে ছিল আট মাসের নাফিজা খাতুন। হঠাৎই একটি মাছ মুখে পুরে নেয় সে। সঙ্গে সঙ্গেই শ্বাসনালিতে আটকে যায় মাছটি। শিশুটি নিস্তেজ হয়ে পড়ে।

দু’দিন আগের এই সাফল্য নিয়ে মালদহ মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার জ্যোতিষচন্দ্র দাস জানিয়েছেন, বরাবরই মালদহ মেডিক্যাল হাসপাতাল চিকিৎসকদের গাফিলতিতে রোগী মৃত্যুর খবর শিরোনামে আসে। কিন্তু এই শিশুটির ঘটনা প্রমাণ করল সকলেই যথাসাধ্য চেষ্টা করেন।

 

সূত্র: এবেলা

বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/হিমেল-১৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর