শিরোনাম
১৯ জুলাই, ২০১৬ ০৮:৫৬

গরু-গণনার পরিকল্পনা বিজেপি নিয়ন্ত্রিত স্বেচ্ছাসেবী সংগঠনের

অনলাইন ডেস্ক

গরু-গণনার পরিকল্পনা বিজেপি নিয়ন্ত্রিত স্বেচ্ছাসেবী সংগঠনের

ভারতের কলকাতায় গো-সুমারি করতে চলেছে বিজেপি নিয়ন্ত্রিত এক স্বেচ্ছাসেবী সংগঠন। ‘গো-বিকাশ প্রকোষ্ঠ’ (কাউ ডেভেলপমেন্ট সেল) নামে ওই সংগঠনের সভাপতি সুব্রত গুপ্ত সোমবার তাদের সেই ভাবনার কথা জানিয়েছেন।

গরুর সংখ্যার সঠিক হিসাব রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন সুব্রত। গরু-গণনার জন্য বেশ আটঘাঁট মেনেই নামতে চাইছে ওই সংগঠন। এর জন্য রীতিমতো প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে তারা।
 
গো-সুমারির জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ৬০০ যুবককে এই কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির। তাদের মাধ্যমেই বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় গো-সুমারি করা হবে। ওই যুবকেরা এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারপর বাড়িতে বাড়িতে গিয়ে গো-সুমারির পরিকল্পনা বাস্তবায়িত করবেন।

প্রসঙ্গত কিছুদিন আগেই কলকাতায় ‘গো-পূজনে’র দাবি তুলেছিল বিজেপি নিয়ন্ত্রিত এই সংগঠনটি। যদিও রাস্তায় সেই পুজো করার অনুমতি পায়নি তারা। এরপর শহরের এক গোশালায় ‘গো-পূজন’ করে তারা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে প্রসাদের দুধ বিতরণ করেছিল। এবার গো-সুমারির মাধ্যমে গো-সম্পদের বিষয়ে মানুষকে সচেতন করাই তাদের লক্ষ্য।

সূত্র: এবেলা

বিডি-প্রতিদিন/ ১৯ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর