সাপের অন্যতম প্রিয় খাবারগুলোর মধ্যে ব্যাঙ অন্যতম। তাই সাপের সামনে ব্যাঙ চলে আসলে তার আর রেহাই নেই। সাপের এই ব্যাঙ গিলে খাওয়ার ঘটনা নিয়মিতই ঘটছে।
তবে এবার একটু ব্যাতিক্রম খবর পাওয়া গেল। একটি ব্যাঙ আস্ত একটি সাপকে গিলে খাচ্ছে। কেনিয়ার মাসাইমারার জঙ্গলে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। ধীরে ধীরে একটা আস্ত সাপ খেয়ে ফেলল ব্যাঙটি।
বিডি প্রতিদিন/২২ জুলাই ২০১৬/হিমেল-০৩