প্রতি বছর বিশ্বে সড়ক দুর্ঘটনায় ঝরে লাখ লাখ মানুষের প্রাণ। একেবারে শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব নয় জেনেই দেশে-বিদেশে চলছে দুর্ঘটনা কমানোর চেষ্টা। তবে কোন পোস্টার, প্ল্যাকার্ডে না লিখে মানুষকে সতর্ক করার এক অভিনব উদ্যোগ নিয়েছেন এক শিল্পী। প্যাট্রিসিয়া পিকিনিনি নামের অস্ট্রেলিয়া নিবাসী এই শিল্পী তৈরি করেছেন এক অদ্ভুত চেহারার মানব দেহ। যা দেখলে মনে হতে পারে শিল্পী যেন দুর্ঘটনার মুহূর্তের মানব শরীরকে কল্পনা করেছেন তার সৃষ্টিতে। প্যাট্রিসিয়ার বানানো এই মানব মূর্তিই এখন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সরকারের সড়ক দুর্ঘটনা এড়ানোর প্রতীক। মূর্তির নাম দেওয়া হয়েছে গ্রাহাম।
গ্রাহামের শরীরের ওপরের অংশে নেই কোন ঘাড়। থ্যাবড়া মুখমণ্ডলে আছে একজোড়া কোটোরস্থ চোখ। নেই কোন নাক, আছে শুধু চর্বিভরা গাল। পা জোড়াও বানানো হয়েছে একইরকম প্রতীকী হিসাবে। প্যাট্রিসিয়া গ্রাহামকে বানিয়েছেন ট্রমা সার্জেন ও এক রোড সেফটি ইঞ্জিনিয়ারের সাহায্যে। তবে এসবের আড়ালে শিল্পী বারবারই বলতে চেয়েছেন দুর্ঘটনা ঘটলে কেমন বিকৃত হয়ে যেতে পারে আপনার চেহারা।
বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৬/মাহবুব