কেউ জানেনা বট গাছটির বয়স কত। কিন্তু এই বটগাছটি ১১৮ বছর ধরে বন্দী হয়ে আছে। গাছটির সর্বাঙ্গ বাঁধা রয়েছে শিকল দিয়ে। পাকিস্তানের লান্ডি কোটাল এলাকায় এভাবেই সে দাঁড়িয়ে আছে বন্দি হয়ে। আফগানিস্তান আর পাকিস্তানের সীমানায়‚ খাইবার পাস-এর পশ্চিম রেঞ্জে গেলেই দেখা যাবে গাছটিকে ।তার গায়ে সাইনবোর্ডে লেখা “I Am Under Arrest” |
ঘটনার সূত্রপাত ১৮৯৮ সালে। ব্রিটিশ শাসন তখন মধ্যগগনে। এক সেনা অফিসার জেমস স্কুইড নেশাগ্রস্ত অবস্থায় ঈষৎ টলমল পায়ে হাঁটছিলেন ।হঠাৎ তার মনে হল বটগাছ যেন তাঁর দিকে মার্চ করে এগিয়ে আসছে । সঙ্গে সঙ্গে হুকুম দিলেন সার্জেন্টকে—“Arrest That”
অতঃপর পালিত হল হুকুম। এবং সেই থেকে গ্রেফতার হয়ে দণ্ডায়মান এই বটবৃক্ষ ।
বিশেষজ্ঞরা মনে করেন‚ এর উদ্দেশ্য ছিল পাক-আফগান সীমায় উপজাতিদের ভীতি প্রদর্শন ।কিন্তু তাই বলে ১১৮ বছর ধরে বটগাছকে শিকল দিয়ে বেঁধে রাখার কী কারণ‚ কেউ জানে না ।কিন্তু বটগাছ এখনও শিকলে বন্দী হয়ে আছে।