ক্ষতিকর আর বিরক্তিকর প্রাণীগুলোর মধ্যে ইঁদুর অন্যতম। ইঁদুরের উৎপাতে ঘরে কিছু রাখাই যেন মুশকিল। কাপড়-চোপড় থেকে শুরু করে খাবার নষ্ট করা ইঁদুরের প্রধান কাজ। অনেকে বিরক্ত হয়ে ইঁদুর ধরার জন্য বাজার থকে ফাঁদ কিনে আনেন। আবার অনেকে কিটনাশক ব্যবহার করেন।
কিন্তু বাড়িতে প্লাস্টিকের বোতল থাকলে আপনি নিজেই বানিয়ে নিতে পারেন ইঁদুরের ফাঁদ। দেখে নিন কিভাবে প্লাস্টিকের বোতল দিয়ে ঘরেই ইঁদুরের ফাঁদ বানাবেন-
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৯