২৭ ফিট উঁচু রেল ব্রিজ। সেখান থেকে ছুঁড়ে ফেলা হল ৪ বছরের এক শিশুকে। কী কারণে ওই শিশুটিকে ওইভাবে ছুঁড়ে ফেলা হয় তা অবশ্য পরিষ্কার করে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিছকই মজা করতে এমনটা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনের মন্টেসানোতে ওয়াইনুচি নদীতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভয়ে শিশুটি চিৎকার করছিল, কাঁদছিল। কিন্তু সেদিকে কান না দিয়েই তাকে নদীতে ছুঁড়ে ফেলে অভিযুক্ত ব্যক্তি। পাশেই দাঁড়ানো ছিল শিশুটির মা।
অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। তবে গুরুতর ব্যথা পেলেও প্রাণে বেঁচে যায় শিশুটি। আর এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে গেছে। দেখুন সেই ভয়ঙ্কর ভিডিওটি-
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৭