৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪০

গণপিটুনি থেকে বাঁচতে বাস থেকে ঝাঁপ পকেটমারের

অনলাইন ডেস্ক

গণপিটুনি থেকে বাঁচতে বাস থেকে ঝাঁপ পকেটমারের

গণপিটুনি থেকে বাঁচতে বাস থেকে লাফ দিল পকেটমার। পকেটমারির জেরে চরম গণপিটুনির নজির রাখল ভারতের কলকাতা। তাই প্রাণ বাঁচাতে ঝাঁপ দিতে হয় ওই যুবককে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে আরএন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাদবপুর-সল্টলেক রুটের S9 বাসে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, wb 05 1827 নম্বরের বাসটিতে ওঠে ওই দুই পকেটমার। বাসে প্রচন্ড ভিড়ের মধ্যে হাত সাফাইয়ের কাজে লেগে পড়েন তারা। এক যাত্রীর ব্যাগ থেকে ট্যাব চুরি করতে গিয়েই ধরা পড়ে যায় এক পকেটমার। 

চুরির ঘটনা নজরে পড়ে যায় অপর এক যাত্রীর। তিনি হাতেনাতে ধরে ফেলেন ওই যাত্রীকে। চোরকে ধরতে পেরে হাতের সুখ মেটাতে কোমর বেঁধে নেমে পড়েন বাকি যাত্রীরাও। বাসের মধ্যেই ফেলে শুরু হয় এলোপাথাড়ি মার। শেষপর্যন্ত গণপিটুনি থেকে বাঁচতে চলন্ত বাস থেকেই ঝাঁপ দেয় ওই দুই পকেটমার। জানা গেছে ঝাঁপ দিয়ে একজন পকেটমার কোনমতে বেঁচে পালিয়ে যায়। তবে অপরজন গুরুতর ভাবে আহত হয় পড়ে যায় রাস্তায়। সূত্রের খবর অনুযায়ী ওই পকেটমারকে আরএন টেগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: কলকাতা ২৪


বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর