শুধু চলাফেরার জন্য হুইলচেয়ার নয়, এবার থেকে ওই চেয়ার থেকেই সরাসরি শৌচকর্ম করা যাবে। যেসব রোগী হাঁটা চলা করতে অক্ষম তাদের সেই অসুবিধা দূর করতে ভরসা হুইলচেয়ার। কিন্তু বাথরুম ব্যবহার করার সময় এই সব রোগীদের অন্য এক বড় সমস্যার মুখোমুখি হতে হয়।
এবার এই অসুবিধার কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে বিশেষ হুইলচেয়ার। এর বিশেষত্ব হল শৌচকর্ম করার সময় কমোডের সঙ্গে সংযুক্ত করা যাবে হুইলচেয়ারকে। ফলে তা সারতে আর কোন অসুবিধা হবে না। আমেরিকার ভারতীয় গবেষক-চিকিৎসক ডাঃ চৈতন্য মুসাম শারিরীক প্রতিবন্ধীদের জন্য বানিয়েছেন এমন বিশেষ হুইলচেয়ার।
গবেষণা করে তা তৈরি করা হলেও আপাতত ওই চেয়ারটি আমেরিকার সরকারের স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। তবে ইতিমধ্যেই এমন অভিনব হুইলচেয়ারের নকশা পেটেন্ট করে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-০৪