নদীতে ভেসে আসছে একটা জন্তু। যার গায়ে বরফের আস্তরণ। এমনই এক দৃশ্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এই দৃশ্য দেখা গিয়েছে আলাস্কার ফায়ারব্যাংকের চেনা নদীতে। জন্তুটা যাই হোক না কেন, তার দৈর্ঘ্য ১২ থেকে ১৫ ফুট। আলাস্কার ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্ট এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছে।
আর এই ভিডিও সামনে আসতেই তা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি দেখে এক একজন একেক রকমের ব্যাখ্যা দিয়েছে। এটাকে ভৌতিক বলেও ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এমনকি এলিয়েন বলেও সন্দেহ করছেন অনেকে। কেউ আবার বলছে মনস্টার। আকারে অনেকটা কুমীরের মত দেখতে। রয়েছে লেজও। কিন্তু গা ঢাকা বরফে। সেখানেই তৈরি হয়েছে সন্দেহ।
কিন্তু আরও যেটা অদ্ভুত বিষয় তা হল, এই জন্তুর গা থেকে গলছে না বরফ। পানিতেও অটুট রয়েছে বরফের আবরণ। দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিওটি-
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১৬