সম্প্রতি ভারতের একটি পণ্যবাহী চলন্ত ট্রেন থেকে প্রায় ১০ থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হলো! ট্রেনে অজগরটি দেখার পরপর খবর দেওয়া হয় ভারতের পুরুলিয়া রেল স্টেশনে। পরে স্টেশন পুলিশ ও বন বিভাগের কর্মচারীরা মিলে ওই পণ্যবাহী ট্রেন থেকে বিশাল সাপটিকে উদ্ধার করে।
জানা যায়, উদ্ধারকৃত অজগর সাপটি ওজন প্রায় ১৫ কেজি! আর এই অজগর সাপটি দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। সে কারণে লাইনে পণ্যবাহী ট্রেনটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল।
ভারতের পুরুলিয়ার রাঘোপুর রেঞ্জের বিট অফিসার কাজলচন্দ্র পান্ডে জানান, ছত্তিশগড় থেকে ওই পণ্যবাহী ট্রেনটি পুরুলিয়ার আনাড়া স্টেশনে আসছিল। ওই ট্রেনে বিশাল সাপটিকে রাস্তাতে কেউ দেখতে পায়। তারপর পুরুলিয়া স্টেশন ও রেল পুলিশ খবর দেয় আমাদের। আমরা গিয়ে সাপটি উদ্ধার করে পুরুলিয়ার রাঘোপুর বিট অফিসে নিয়ে আসি। সাপটি পুরোপুরি সুস্থ আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপটি ছত্তিশগড় থেকেই ট্রেনে উঠেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার