বাবা বা মায়ের মতো একই রকম জন্মচিন্হ নিয়ে অনেক বাচ্চাই জন্মায়। কখনো তিল, কখনো বা বৃত্তাকার কালো দাগ। কিন্তু এক্ষেত্রে বিস্ময় বাঁধিয়েছে চুলের রং। মাথার সামনের দিকে একগুচ্ছ পাকা চুল জন্মচিন্হ হিসেবে নিয়ে জন্মেছে সাউথ ক্যারোলিনার মিলিয়ানা ওয়ার্দি। এখন সে ১৮ মাসের শিশু।
মায়ের মাথার সামনের যে অংশে একগুচ্ছ সাদা চুল, মিলিয়ানার কপালের ওপরও ছড়িয়ে আছে দৈর্ঘ্য আর প্রস্তে একই মাপের ততটুকু পাকা চুল। ডাক্তারি পরিভাষায় একে পোলিওসিস ও পিগমেন্টেশনের অভাব যাই বলুক না কেন, মিলিয়ানার মাথার সামনের এই কাঁচা পাকা চুলের ছবি আসলে বিশ্ববাসীর চোখ কপালে তুলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে মা-মেয়ের ছবি ছড়িয়ে পড়েছে ভৌগলিক সীমানা পেরিয়ে দেশ থেকে দেশান্তরে। হচ্ছে শেয়ার, পড়ছে লাইক-কমেন্ট। সূত্র: এই সময়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ