সম্প্রতি ভারতের চেন্নাইতে ২০০০ রুপির নতুন নোট হাতে নিয়ে সেলফি তোলার উৎসব জোয়ার বিরাজ করছে পুরো শহরে। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামও ছেয়ে গেছে ২০০০ রুপির নোটে! তবে শুধু ২০০০ রুপির নোটই নয়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের সঙ্গে ফটোশপ করা নকল সেলফিতেও ভরে গেছে সোশ্যাল নেটওয়র্কিং সাইটগুলি।
এ ব্যাপারে ভারতের চেন্নাইয়ের এক ব্যক্তি বলেন, ২০০০ রুপির নতুন নোট হাতে পেয়ে যে কী আনন্দ লাগছে, তা বলে বোঝাতে পারব না। গোলাপি রংটাও দারুণ লাগছে। এই মুহূর্তে ২০০০ রুপির নোট খরচ করার কোন ইচ্ছে নেই আমার। আমি একটি ১০০০ রুপির নোটও রেখে দিয়েছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার