ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কালো টাকা রোধে গত মঙ্গলবার ভারতজুড়ে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল বলে ঘোষণা করেছেন। সরকারের এই নতুন নিয়মে অসাধু ব্যবসায়ীদের মাথায় হাত! সূত্রের দাবি, এই পরিস্থিতিতে ভারতীয়দের একাংশ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের দ্বারস্থ হচ্ছেন! কী করে হিসাব বহির্ভূত এই রুপি বাঁচানো যায়। কীভাবে কালো টাকা সাদা করা যায়, তা জানতে গুগলে সার্চ চলছে জোরেসোরেই। আর সে কারণেই ‘কী করে কালো টাকা সাদা করা যায়’ এই বাক্যটি এখন গুগলে ট্রেন্ডিং।
কর ফাঁকির উপায় জানতে সবচেয়ে বেশি গুগলে সার্চ হচ্ছে প্রধানমন্ত্রীর এলাকা গুজরাটেই- এমনটি দাবি করছে ভারতের একটি জাতীয় সংবাদমাধ্যম। জানা যায়, ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হওয়ায় ভারতের প্রায় ৮৬ শতাংশ রুপি বাতিল হয়ে গেছে। তার পরিবর্তে বাজারে এসেছে নতুন ৫০০ ও ২০০০ রুপির নোট। কিন্তু সরকারের এই নতুন নিয়মে ভীষণ বিপাকে পড়েছে অসাধু ব্যক্তিরা। রাতারাতি কী ভাবে এই কালো টাকাকে বাঁচানো যায়, তা জানতে তারা গুগলে অবিরত 'সার্চ' চালাচ্ছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/19