ভারতের মোদি সরকার পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের লেনদেন অবৈধ ঘোষণার পর এমনিতেই দিশেহারা সে দেশের জনগণের। পুরনো নোট বদলাতে দু-দিন ধরে ব্যাংকের সামনে হাপিত্যেশ করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এর মধ্যেই লবণ নিয়ে উত্তরপ্রদেশে গুজব রটতে থাকে।
একদল অসাধু ব্যবসায়ী গুজব ছড়ায় লবণের দাম ৪০০ টাকা কেজি হয়ে যাবে। এই গুজবের ঠেলায় লোকে ব্যাংক ছেড়ে ঘরে লবণ মজুদ করে রাখতে লাইন দেয় মুদির দোকানে। একটাসময় এমন অবস্থা হয়, দোকানের ঝাঁপই বন্ধ করে দিতে হয় দোকানিকে।
বিষয়টি ভারত সরকারের কনজিউমার অ্যাফেয়ারস দপ্তরের নজরে আনা হলে, এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, লবণের দাম নিয়ে দেশের কিছু জায়গায় অকারণ গুজব ছড়াচ্ছে। দেশের কোথাও লবণের দাম বাড়েনি। নুনের উত্পাদন, জোগান বা পরিবেশনে কোথাও কোনও সমস্যা নেই।
কেন্দ্রের হিসেব অনুযায়ী, দেশে লবণের মোট উৎপাদন গড়ে ২২০ লক্ষ টন। এর মধ্যে মাত্র ৬০ লক্ষ টন লবণ লাগে গৃহস্থের প্রয়োজনে। বাকিটা দেশীয় শিল্পের প্রয়োজন মিটিয়ে বিদেশে রফতানি করা হয়। ফলে যথেষ্ট নুন মজুদ রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন