আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতলে পোকা চিবিয়ে খাবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি! কিন্তু অনেক রথী-মহারথীর মতো তারও অতিদর্প চূর্ণ করে দিয়ে জিতেই গেলেন ট্রাম্প। ফলে তাকে পোকা চিবিয়ে খেয়ে নিজের কথা রক্ষা করতে হয়েছে!
Associated Press সেই বিষয়টিই ‘After poll failure, expert makes good on promise to eat bug’ এই সংবাদ শিরোনামে বলেছে।
পোকা খাওয়ার ঘোষণা দিয়ে ফেঁসে যাওয়া ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের (Princeton Election Consortium) ভোট বিশেষজ্ঞ চীনা বংশোদ্ভূত স্যাম ওয়াং। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ডেটা ও নিউরোসায়েন্টিস্ট হিসেবে কর্মরত।
শনিবার (১২ নভেম্বর) একটি পাত্রে রাখা ঝিঁঝিঁ পোকা প্রকাশ্যে খেয়েছেন স্যাম ওয়াং। তবে খাওয়ার উপযোগী করতে পোকাগুলোকে মধুতে ভিজিয়ে নিয়েছেন।
নিজের অতি বড়াইয়ের মানসিকতার জন্য লজ্জিত হয়ে সংশ্লিষ্ট ট্রাম্প ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। বলেছেন, ট্রাম্প সম্পর্কে এতোটা নেতিবাচক ধারণা রাখা মোটেই উচিত হয়নি তার।
বিডি প্রতিদিন/ ১৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১১