পূর্ণিমায় চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসার ঘটনা বিজ্ঞানের ভাষায় বলা হয় সুপারমুন। সোমবার সন্ধ্যায় বাংলাদেশের উত্তরপূর্ব আকাশে দেখা দেয় সুপারমুন। আর সন্ধ্যা ৭ টা ৫২ মিনিটে ঘটে পূর্ণিমার পূর্ণরূপ। এতটা কাছাকাছি অবস্থানের জন্য এবারের পূর্ণিমায় চাঁদ আমাদের কাছে ধরা দেয় বড় আকার আর চোখ ধাঁধানো উজ্জ্বলতা নিয়ে।
সুপারমুন:
পৃথিবীর চারদিকে চাঁদের কক্ষপথ পুরোপুরি গোল নয়, উপবৃত্তাকার। এর ফলে কক্ষপথে ঘোরার সময় কখনও চাঁদ পৃথিবী থেকে একটু বেশি দূরে থাকে, কখনো একটু কম দূরে। কক্ষপথে পৃথিবী থেকে দূরের অবস্থানকে বলে ‘অ্যাপোজি’ আর কাছের অবস্থানকে বলে ‘পেরিজি’। এই পেরিজি অবস্থানে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকে। এই সময় হওয়া পূর্ণিমায় চাঁদকে পৃথিবী থেকে অন্যান্য সাধারণ পূর্ণিমার তুলনায় প্রায় ১৪ থেকে ১৫ শতাংশ বড় এবং সর্বোচ্চ ৩০ শতাংশ উজ্জ্বল মনে হয়। এই পূর্ণিমাকেই ‘সুপারমুন’ বলে। আসুন দেখে নিই বিভিন্ন দেশের সুপারমুনের দৃশ্য-
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র:
চীনের বেইজিংয়ে সুপারমুন:
পুত্রজায়া, মালয়েশিয়ার আকাশে সুপারমুন:
ভারতের তামিলনাড়ু রাজ্যে রক্তিম সুপারমুন:
স্পেনের মাদ্রিদে সুপারমুন:
ঢাকার আকাশে সুপারমুন:
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৬/হিমেল-১১