খেলাচ্ছলে সিংহের মুখে মাথা ঢুকিয়ে দিলেন যুবক। কখনও ঢুকিয়ে দেন হাত। কৌতুহলী দর্শক চারিদিকে ভীড় করে অপেক্ষা করছে পরবর্তী দৃশ্যের জন। তবে সিংহটি তাকে কামড় বসায়নি। তাহলে কী করলো সিংহটি?
বিপদের সঙ্গে খেলা করাই কিছু মানুষের নেশা। অ্যাডভেঞ্চারের তাগিদে বিপদকে আলিঙ্গন করেন তারা। তাদেরই একজন এই হুমাইদ। পার্সিয়ান গালফ অঞ্চলে ধনীদের মধ্যে বর্তমানে এক নতুন অ্যাডভেঞ্চারের নেশা দানা বেঁধেছে। তারা বাড়িতে চিড়িয়াখানা তৈরি করে সেখানে বাঘ-সিংহকে পোষ্য করে রাখা শুরু করেছেন। হুমাইদ আলবুকাইশ তাদের মধ্যে এক জন। পার্সিয়ান এই ধনকুবেরের আয়ের উৎস অজানা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা ভিডিওগুলি এখন বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।
মধ্যপ্রাচ্যের আরও অনেক ধনকুবেরের মতোই তিনিও নিজের বাড়ির চিড়িয়াখানায় বাঘ-সিংহকে পোষ্য করে রেখেছেন। এই সমস্ত হিংস্র জন্তু তার কাছে একেবারে শান্ত আকার ধারণ করে। তাদের সঙ্গে হুমাইদের খেলাধুলোর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার কীর্তিকলাপ দেখে হাড় হিম হয়ে যাচ্ছে দর্শকদের।
একটি বেশ দীর্ঘায়ত ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছেন হুমাইদ। তাতে দেখা যাচ্ছে, নিজের পোষা সিংহের মুখের ভিতর হুমাইদ কখনও তার হাতটি ঢুকিয়ে দিচ্ছেন, কখনও বা আস্ত মাথাটাই রাখছেন সিংহের হাঁ করা মুখের মধ্যে। সিংহটিও একান্ত বাধ্য পোষ্যের মতোই আঁচরণ করছে।
একা হুমাইদকেই অবশ্য এই ভিডিওতে দেখা যাচ্ছে তা নয়, তার বন্ধুবান্ধবরাও বেড়াতে গিয়েছেন তার চিড়িয়াখানায়, সেই দৃশ্যও ধরা পড়েছে সেই ভিডিও-তে। বন্ধুরাও তার মতোই সাহসী। তারাও হুমাইদের মতোই অনায়াসে খেলায় মাতছে সিংহের সঙ্গে। কেবল এক তরুণীকে দেখা গেছে যিনি সিংহীর আদরে ভয়ের চোটে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। পরে তিনি উঠে এসে তার বয়ফ্রেন্ডকে কিল-ঘুষি মারতে থাকেন।
ভিডিও:
বিডি-প্রতিদিন/এস আহমেদ