ড্যানিয়েল সেন্টেনো। একজন ব্রাজিলীয় পাইলট। সম্প্রতি তার তোলা কিছু সেলফি ইনস্টাগ্রামে ঝড় তুলেছে। একেবারে জীবন বাজি রেখে সেলফি তুলেছেন বলতেই হয়। দেখা যাচ্ছে, উড়ন্ত বিমানের ককপিট থেকে জানালা দিয়ে দেহের অর্ধেকটা বের করে দিয়ে সেলফি তুলেছেন তিনি। যারাই দেখেছেন, ভয়ে আঁৎকে উঠেছেন।
প্রথম ছবিটি দেখুন। ককপিটের বাইরে থেকে সেলফিটি নিয়েছেন তিনি। খেয়াল করে দেখুন, তীব্র বাতাসে তার টাই উড়লেও চুল কিন্তু উড়ছে না। তা ছাড়া তার রোদ চশমাতে কোনো বিমানবন্দরের রানওয়ে দেখা যাচ্ছে। অর্থাৎ ছবিটি ফটোশপের ক্যারিশমা ছাড়া আর কিছুই নয়।
অবশ্য সেন্টেনো দাবি করছেন না যে এগুলো আসল ছবি। তিনি বলেই দিয়েছেন এতে ফটোশপের কাজ করা হয়েছে। তবুও ছবিগুলো ভাইরাল হয়েছে।
দ্বিতীয় ছবিতে মেঘের ওপর দিয়ে বিমান যাচ্ছে। সেলফি স্টিকের মাধ্যমে সেলফি তুলেছেন তিনি। ক্যাপশনেই অবশ্য তিনি বলেছেন যে, ছবিটা ভুয়া।
আরেকটি ছবি দেখুন। দুবাইয়ে তোলা। তবে ফটোশপ মোড চালু রয়েছে বলে জানিয়ে দিয়েছেন। কাজেই তিনি মিথ্যাচার করছেন না।
এমন আরো ছবি আছে তার। পাইলটের এসব ছবি আসলে শৈল্পিক কাজ বলে মেনে নেওয়া যায়। হাজার হলেও ইনস্টাগ্রামে তার ৬৫ হাজার ফলোয়ার। কাজেই আপনি ইচ্ছে করলেই তাকে উড়িয়ে দিতে পারেন না।
আবার অনেক মানুষ সত্যি সত্যি বিশ্বাস করছেন যে সেন্টেনো এগুলো তুলেছেন। তারা ভেবে পান না, কীভাবে এই সেলফিগুলো তোলা সম্ভব?
বিডিপ্রতিদিন/ ১০ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান