ভারতের জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট জাবেদ হাবিব। ভারতে বিভিন্ন জায়গায় তার সেলুনের শাখা আছে। সম্প্রতি কলকাতা শাখায় নতুন একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। 'দেব-দেবীরাও জেইএচ (জাভেদ হাবিব) সেলুনে আসেন'- এমনটাই ছিল বিজ্ঞাপনটির বক্তব্য।
প্রচার বাড়ানোর এ চেষ্টায় বিপদে পড়তে হয়েছে জাবেদ হাবিবকে। এ জন্য ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
গত শনিবার হিন্দু জাগরণ মঞ্চ ভারতের উত্তরপ্রদেশে জাবেদ হাবিবের সেলুনে হামলা করে। হিন্দু জাগরণ মঞ্চের নেতা বিমল দিবেদী বলেন, আমরা এ সেলুন চালাতে দেব না। হিন্দু দেব-দেবীর প্রতি কোনো অবমাননা সহ্য করা হবে না।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা