'বর্নভিটা' পণ্যের বিজ্ঞাপনে বলিউড তারকা হৃতিক রোশন, কাজলসহ বিভিন্ন সময় আরও অনেককে দেখা গেছে। তবে অবাক করা ব্যাপার হল আমরা হয়ত জানি না যে, এই বর্নভিটা রবীন্দ্রনাথ ঠাকুরও খেতেন!
শুধু কী তাই! ১৯৩৭ সালে রবীন্দ্রনাথ স্বীকারোক্তিমূলক একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন! ওই বিজ্ঞাপনে রবীন্দ্রনাথের স্বাক্ষরসহ লেখা 'বর্নভিটা সেবনে উপকার পাইয়াছি'।
বর্তমানে ৭০তম বর্ষে 'বর্নভিটা'র বিজ্ঞাপনের ধরন বদলেছে ঠিকই। কিন্তু ২০১০ সালে এই পণ্যের স্বত্ব কিনে নেওয়া সংস্থা ক্যাডবেরী 'বর্নভিটা'-কে 'বর্নভিটা'-ই রেখেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার