আবুধাবি ভিত্তিক এয়ার লাইন্স এমিরেটস বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ৯৬ ঘন্টার বিশেষ ভিসা অফার ঘোষণা করেছে। এ ভিসার অফারের মধ্যে রয়েছে দুবাইয়ের জেডব্লিউ ম্যারিয়ট মারকুয়িস হোটেলে বিনামূল্যে দুই রাত্রি থাকার সুযোগ।
আর এ অফারটি ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এমিরেটসের টিকেট বুকিংয়ের ক্ষেত্রে কার্যকর হবে। যারা আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর এই সময়ের মধ্যে এমিরেটস এয়ারে ভ্রমণ করবেন শুধু তাদের জন্য।
এছাড়া সম্পূরক এ ভিসা সুবিধা শুধু ইকোনমি ক্লাসের যাত্রীরাই পাবেন। যারা ঢাকা থেকে আফ্রিকা, ইউরোপ, আমেরিকার দেশ ও কানাডা ভ্রমণ করতে আগ্রহী।
এ সুবিধার মধ্যে রয়েছে দুবাইয়ের জেডব্লিউ ম্যারিয়ট মারকুয়িস হোটেলে দুই রাত্রি থাকার সুযোগ। তবে এ ভ্রমণে কোম্পানির নির্দেশিকা অনুসরণ করতে হবে ভ্রমণকারীদের।
সূত্র: খালিজ টাইমস
বিডিপ্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান