পশ্চিমা দেশগুলোতে ক্লাবে ঢোকেই মানুষ নিজেকে উজ্জীবিত করার জন্য৷ সেখানে অতিসুন্দরী রমণী থাকবে, সেটাই তো কাম্য৷ সে কতটা ভালো পেগ বানাতে পারে, সেটা কোন কথা নয়৷ এমনটাই মনে করে ব্রিটেনের পাব ইয়াটস৷
এলিস প্রোমোশনস নামে একটি এজেন্সি থেকে কর্মচারী নেয় ইয়াটস৷ সেই এজেন্সি সিদ্ধান্ত নিয়েছে সুন্দরী মেয়ে না হলে তারা পাবে কাজ পাবে না৷ ১০ এর মধ্যে সেই মেয়েকে অন্তত ৭ নম্বর পেতে হবে৷ আর সেই পরীক্ষাটি হবে শুধু সৌন্দর্যের উপর৷ পরীক্ষায় পাশ করলে তবেই তারা মদ বিক্রি করতে পারবে৷
এজেন্সিটি সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছে৷ ছবিটি একটি মেয়ের৷ ছবির ক্যাপশনে লিখেছে, “স্টাফ হওয়ার মতো যোগ্যতা নিশ্চয়ই এর নেই, তাই না?” সেই মেয়েটির নাম জেন গার্নার৷ বয়স ৩০ বছর৷
জেন জানিয়েছেন, তিনি তার এই পার্ট টাইম চাকরি থেকে বরখাস্ত হয়েছেন কারণ তিনি মোটা৷ শুধু স্থূলকায় হওয়ার জন্যই তাকে চাকরি হারাতে হয়েছে৷ জেন আরও অভিযোগ জানিয়েছেন, তার এক সহকর্মী প্রতিক্রিয়া দিয়েছে, “ও বিশাল৷” জেন জানিয়েছেন, শট সার্ভ করার চাকরি তাকে আত্মবিশ্বাসী করেছিল৷ কিন্তু এখন তিনি অপদস্থ হচ্ছেন৷
একটি মেসেজে এলিস প্রমোশনসের ডিরেক্টর লিসা স্যানসম জানিয়েছেন, তিনি গ্রুপে অনেক খারাপ দেখতে মেয়েদের দেখেছেন৷ মেয়েদের ৭ বা তার বেশি পাওয়া উচিত৷ যদি সেটাই হয়, তবেই যেন তাকে ছবি পাঠানো হয়৷ তিনি ভেবে দেখবেন৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর