মাথায় উকুনের সমস্যা অনেকেরই আছে। তাই বলে এত! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বাসের এক যাত্রীর মাথায় কিলবিল করছে অসংখ্য উকুন। অবশ্য কোথায় এই ভিডিওটি ধারণ করা হয়েছিল তা স্পষ্ট না।
ভিডিওতে দেখা যায়, সেই যাত্রীটি মাথায় টুপি পরে রয়েছেন। কিন্তু টুপির ফাঁক দিয়েই উঁকি দিচ্ছে উকুন।
যা দেখে পাশে বসা যাত্রী আর ঠিক থাকতে পারেননি। যাত্রীর চোখকে ফাঁকি দিয়েই মোবাইল ফোনে তা ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পোস্ট করে লেখেন, ‘বাসে যখন ভ্রমণ করবেন তখন পাশের যাত্রীর প্রতি খেয়াল রাখবেন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানায়, শেয়ার করা যাত্রীটি মেক্সিকো’র কাউহিলা রাজ্যে বাস করেন বলে তার ফেসবুক পাতা থেকে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, আদতে ভিডিও’টি গত বছরের আগস্টে ফেসবুকে প্রথম শেয়ার করা হলেও সম্প্রতি তা ভাইরাল হয়েছে। নতুন করে প্রকাশের পর পরই তা সাড়ে ৪ কোটি বার দেখা হয়ে গেছে।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৮/ওয়াসিফ