একটি নিউজ চ্যানেলের সেটে ক্যামেরার সামনে বসে আছেন নারী ও পুরুষ সঞ্চালক। আচমকা বিবাদ বাধল দু'জনের মধ্যে। পরে ওই ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, ঘটনাটি 'সিটি ৪২' নামে পাকিস্তানের লাহোরের একটি নিউজ চ্যানেলের স্টুডিওতে ঘটেছে। সম্প্রতি ফুটেজটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠান শুরুর আগে থেকেই বিবাদে জড়ান দু'জন। এক পর্যায়ে ঝগড়া শুরু করেন। এদিকে নির্ধারিত সময় মেনে অনুষ্ঠান অন এয়ার হয়ে গেছে। অথচ দু'জনের বিবাদ থামতেই চায় না। উত্তেজিত দু'জনের কথোপকথন ছিলো এরকম-
পুরুষ: এরসঙ্গে আমি কিভাবে বুলেটিন করবো? ও বলছে, আমার সঙ্গে কথাই বলো না।
নারী: আমি বলতে চাচ্ছিলাম...
পুরুষ: ভাই, তোমার ব্যক্তিগত বিষয় থাকলে আমার সঙ্গে সেগুলো আলোচনা করো না।
নারী: ভদ্রভাবে কথা বলো।
পুরুষ: কোথায় আমি বেয়াদবি করলাম?
নারী: মূর্খ।
পুরুষ: মূর্খ! ওকে বলেন, মুখ সামলে কথা বলতে।
এসময় প্রোডাকশন রুম থেকে কোন কথা শোনার পর পুরুষ সঞ্চালক জিজ্ঞাসা, তাদের ঝগড়াটা রেকর্ড হচ্ছে কিনা? উত্তরটা নিশ্চয়ই 'হ্যাঁ' শুনেছেন। এরপর দু'জনে শান্ত হয়ে যান।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৮/ওয়াসিফ