মাস খানেক আগের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার ঝড় তুলেছে।
ভিডিওতে দেখা যায়, অন্ধকার সড়কে চলমান একটি গাড়ির সামনে দিয়ে চকিয়ে চলে যায় অদ্ভুত সাদা আলো। এরপরই গাড়িটি রাস্তার পাশে থাকা একটি গাছকে আঘাত করে।
পুরো ঘটনাটি ধারণ করে পেছনে থাকা অপর এক গাড়ির ড্যাশক্যাম। কিন্তু সাদা আলোটি কি ছিল সেই ব্যাখ্যা আজও কেউ দিতে পারেননি।
এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছিল হংকং শহরের কাছেই। যা বেশ কিছুদিন পর Hidden Underbelly নামের এক ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।
এদিকে, ভিডিওটি দেখে অনেকেই জানতে চেয়েছিলেন ‘রহস্যময় সাদা বস্তুটি কি’? কিন্তু এর বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা দিতে পারেনি কেউ।
তবে অনেকেই এটিকে ভৌতিক কাণ্ড বলেই সন্দেহ প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ