বিশাল ডায়নোসরটির দেহে হঠাৎ দাউদাউ আগুন জ্বলে উঠল। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি ডাইনো থিম পার্কের টি রেক্স প্রজাতির ডায়নোসরটির দেহে আগুন ধরে যায়। এরপর ক্রমে আগুনের গ্রাসে সম্পূর্ণ ডায়নোসরের দেহ পুড়ে যাওয়ায় ধাতব কংকালটি বের হয়ে এল। ঠিক যেন সিনেমার দৃশ্য! খবর সিবিএস।
জানা যায়, ইচ্ছাকৃতভাবে এটি করা হয়নি। তবে দর্শনার্থীরা বলছেন, তারা বিষয়টিতে যেন প্রাগৈতিহাসিক সময়ের কথা মনে করেছেন। অতীতে বিশাল আকারের গ্রহাণুর পতনের কারণেই পৃথিবী থেকে ডায়নোসর বিলুপ্ত হয়েছে বলে মনে করা হয়।ডায়নোসরটিতে আগুন ধরে যাওয়ার পর দর্শনার্থীরা অনেকেই তার ছবি তুলে রাখেন। মাত্র ১০ মিনিটের মধ্যে লোহার অবকাঠামো ছাড়া সম্পূর্ণ ডায়নোসরটি পুড়ে যায়। বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে এই আগুনটি লাগে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণে কেউ আহত হয়নি। এই পার্কটি এখন জনসাধারণের জন্য পার্কটি উম্মুক্তই আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার