ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার পশ্চিম ব্রিসবেনে। সকালে ঘুম থেকে উঠে ডানপায়ের জুতা খুঁজে পাচ্ছিলেন না এক ব্যক্তি। প্রথমে বাসার পোষা বিড়াল বা কুকুর জুতোটি নিয়ে গেছে মনে করা হলেও পরবর্তিতে সত্যটি সামনে আসে।
সেই বাড়ি থেকে এক বিশাল পাইথনকে উদ্ধার করেন শেলি ও নর্ম্যান নামের দুই সাপরক্ষক। পাইথনটির পেট বেশ ফুলে ছিল। প্রথমে ধারণা করা হয়েছিল সাপটি হয়ত বিড়াল বা কুকুর খেয়ে নিয়েছে। কিন্তু এক্সরে করার পর মেশিনে দেখা যায় একটি আস্ত জুতা খেয়ে ফেলেছে সাপটি।
এরপর সাপটিকে স্থানীয় পশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে ঘণ্টাব্যাপী অপারেশন চলে। পেট কেটে বের করে আনা হয় জুতাটি। পরে জানা যায় অজগরটি সুস্থ আছে।
চিকিৎসকেরা জানান কোন অজগরটিকে হাসপাতালে সাথে সাথে না আনা হলে সাপটির মৃত্যু হতে পারত।
বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/ওয়াসিফ