অনলাইনে শপিংয়ের পর সেই পণ্যটি ডেলিভারি হতে দেরি হয়েছিল। আর তাতেই রেগে আগুন গ্রাহক৷ তারই জেরে ই-কার্ট সংস্থা ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে ২০ বার ছুরিকাঘাত করল এক নারী।।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির নিহাল বিহারে৷ ২৮ বছরের ডেলিভারি বয় কেশবের ওপর এতটাই রেগে যান ৩০ বছরের সেই নারী যে, তার ওপর এলোপাথাড়ি ছুরি চালাতে থাকেন তিনি ৷ এই কাজে অবশ্য তাকে সাহায্য করে তার ভাই৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কেশব৷
জানা গেছে, গত ২৪ মার্চ নিহাল বিহারের অম্বিকা এনক্লেভে স্মার্টফোন ডেলিভারি দিতে যান ফ্লিপকার্টের ডেলিভারি বয় কেশব৷ স্মার্টফোন পৌঁছাতে দেরি করায় তার ওপর রেগে যায় সেই নারী৷ সিসিটিভি ফুটেজেও ঘটনার অনেক কিছু ধরা পড়েছে৷ যা তদন্তে সাহায্য করছে পুলিশকে৷
অভিযুক্ত সেই নারী এবং তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে৷ গুরুতর আহত সেই ডেলিভারি বয় কেশব আপাতত দিল্লির সঞ্জয় গান্ধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর