ছেলের শরীরের রঙ কালো ৷ কিন্তু তা মেনে নিতে পারেননি পাঁচ বছরের সেই শিশুটির মা ৷ তাই শরীরের রঙ ফর্সা করতে কালো পাথর দিয়ে সারা গা ঘসে দিল মা ৷
ভারতের ভোপালের নিশাতপুরা এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ এর জেরে শিশুটির সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে ৷ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চাইল্ড হেল্প লাইনের কর্মীরা ৷
জানা গেছে, অভিযুক্ত সেই নারী সুধা একটি সরকারি স্কুলের শিক্ষিকা ৷ প্রায় দেড় বছর আগে একটি অনাথ আশ্রম থেকে ছেলেটিকে দত্তক নেন সুধা ৷ তার স্বামী একটি বেসরকারি হাসপাতালের কর্মী ৷ শিশুটিকে দত্তক নেওয়ার পর থেকেই তার গায়ের রঙ নিয়ে খুশি ছিলেন না সুধা ৷ বিভিন্ন উপায়ে তাকে ফর্সা করার চেষ্টা করতে থাকেন ৷ কিন্তু তাতে কোনও কাজই হয়নি ৷
সম্প্রতি সুধাকে একজন পরামর্শ দেন যে কালো পাথর দিয়ে গা ঘসে দিলে ফর্সা হওয়া যায় ৷ সেই কথা মেনেই কালো পাথর দিয়ে ছোট্ট শিশুটির গা ঘসে দেয় সুধা ৷ এর জেরে গুরুতর আহত হয়ে পড়ে শিশুটি ৷ দিনের পর দিন এভাবে অত্যাচার শুরু করে সুধা ৷ অমানবিক এই অত্যাচার সহ্য করতে না পেরে সুধার বোনের মেয়ে চাইল্ড লাইনে খবর দিলে তারা এসে শিশুটিকে উদ্ধার করে ৷ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানেই তার চিকিৎসা চলছে ৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর