ডিভোর্স মামলা চলছিল অনেকদিন। শেষ পর্যন্ত ডিভোর্স দিতেই হল স্ত্রীকে। সেই সঙ্গে দিতে হবে খোরপোশও। তবে কোনও বিষয়েই ‘না’ করেননি স্বামী। কিন্তু স্বামী যদি নিজে পেশায় আইনজীবী হন, তাহলে খোরপোশ দেওয়ার ক্ষেত্রে কিছু অভিনব ফন্দি তার মাথায় আসতেই পারে।
ঠিক তেমনটাই হল। স্ত্রীকে খোরপোশ বাবদ ২৪,৬০০ টাকাই দিলেন কয়েনে। সম্প্রতি এমন অভিনব ঘটনাই ঘটেছে ভারতের পাঞ্জাবের একটি জেলা আদালতে ৷ জানা গেছে, সব টাকাই কয়েনে দেওয়ায় গুনেও শেষ করা যায়নি৷ আর এর জন্য সেদিনের মতো মামলা মুলতবি রাখতেও বাধ্য হয়েছে আদালত।
জানা গেছে, বিচ্ছেদ হয়েছে অনেকদিনই। কিন্তু গত দু’মাস স্বামী খোরপোশ দিচ্ছিলেন না বলে অভিযোগ করেন সেই স্ত্রী। অনেকবার টাকা চেয়েও না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন তিনি ৷ তার প্রশ্ন ছিল, নিয়মিত যে আদালতে প্র্যাকটিস করছে ৷ যার এত মক্কেল ৷ সে কেন দিতে পারছে না টাকা ?
সেই জবাবটা যে এভাবে দেবেন স্বামী তা হয়তো তিনি ভাবতেও পারেননি ৷ খোরপোশ বাবদ ৫০ হাজার টাকা দু’বারে সেই ব্যক্তিকে দেওয়ার নির্দেশ আদালত দিলে প্রথম কিস্তিতে এমন কয়েনেই টাকা দেন স্বামী। স্বামীর যুক্তি, ‘‘ আইনের বাইরে গিয়ে তো কোনও কাজ করিনি... ৷ ’’ সেই জবাব ছিল না আদালতের কাছেও ৷ সেদিনের মতো মুলতুবি হয়ে যায় মামলা ৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর