ভারতের বিহার রাজ্যের পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটেছে 'আশ্চর্যকর' এক ঘটনা। কয়েকদিনের প্রবল বৃষ্টির পানিতে ওই সরকারি হাসপাতালের আইসিইউ’র মেঝের পানিতে খেলে বেড়াচ্ছে মাছ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, আইসিইউ’র মেঝেতে সাঁতার করছে একদল মাছ। ছবিতে দেখা গেছে, কষ্ট করে পানি ঠেলে যাতায়াত করতে হচ্ছে রোগী, ডাক্তার ও নার্সরা। জেনারেল ওয়ার্ড থেকে ইমার্জেন্সি ওয়ার্ড- সর্বত্র পানিমগ্ন। তারই মধ্যে চিকিৎসা চলছে রোগীদের।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই ২০১৮/ ওয়াসিফ