হোমওয়ার্ক করার সময় মনোযোগ ছিল না তার। ঘরের ভেতর এদিকে ওদিকে ঘুরে বেড়াত জিনিয়া। হোমওয়ার্ক শেষ না করেই স্মার্টফোন ঘাঁটাঘাঁটি শুরু করে দিত। মেয়ে ঠিক করে হোমওয়ার্ক করছে কিনা, তা দেখতে একজন পাহারাদার রাখতে চেয়েছিলেন বাবা। অনেক চিন্তা করে শেষ পর্যন্ত বাড়ির পোষা কুকুরটাকেই এই কাজে নিয়োগ করেন তিনি।
চীনের এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হোমওয়ার্কে ব্যস্ত মেয়েটির সামনে পড়ার টেবিলে দু-পা তুলে দিয়ে কড়া নজরদারি চালানো কুকুর সহজেই সবার প্রিয় হয়ে উঠেছে। জানা গেছে, কুকুরটির নাম ফানতুয়ান।
দক্ষিণ-পশ্চিন চীনের গুইঝাও প্রদেশের বাসিন্দা জু লিয়াং তাকেই মেয়ের হোমওয়ার্কে পাহারা দেওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছেন ফানতুয়ানকে। হোমওয়ার্ক করার সময় এই নতুন পাহারাদারকে নিয়ে অবশ্য খুশি জিনিয়াও। একা একা বসে পড়ার থেকে সামনে কেউ থাকলে তার ভালোই লাগে বলে জানিয়েছে সে।
বিডি-প্রতিদিন/তাফসীর