রাশিয়ার আমুর এলাকায় দাবানলের হাত থেকে ডিম ও বাসা রক্ষা করল এক সারস পাখি। সারস পাখিটি তার ডিম রক্ষা করার জন্য যে আপ্রাণ চেষ্টা করছে এরকম একটি ভিডিও প্রকাশিত হয়েছে।
ভিডিওতে দেখা যায়, নিচে ছড়িয়ে পড়ছে দাবানল। আর উপরে বিপন্ন একটি পাখি আগুন থেকে তার নীড় রক্ষা করার জন্য চেষ্টা করছে। প্র্যাচ্যের এই শাদা সারস পাখিটি আছে বিপন্ন প্রজাতির রেড লিস্টে।
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড সিসিটিভি ক্যামেরা দিয়ে এই ছবিটি তুলেছে। পাখিটি নিজে ও ডিম গুলো ভালো আছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন