নিউ জার্সির এক নারী গাড়ি চালাচ্ছিলেন। গত মঙ্গলবার দুপুরে হ্যাকেনস্যাক নদীর কাছ দিয়ে যাওয়ার সময় ব্রেক করার পরিস্থিতিতে হঠাৎই অ্যাক্সিলেটরে পা পড়ে যায় তার। আর তাতেই ঘটে চরম বিপত্তি।
গাড়ি সোজা গিয়ে পড়ে নদীর পানিতে। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়াবহ দৃশ্য। হ্যাকেনস্যাক ফায়ার ডিপার্টমেন্টের ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে প্রকাশ করেছে।
ক্যাপশনে জানানো হয়েছে, 'গাড়িটি ওই এলাকারই একটি কার ওয়াশ থেকে বেরচ্ছিল। সেখানেই ব্রেক না করে অ্যাক্সিলেটরে পা দিয়ে চেপে দেন মহিলা। গাড়ি সোজা ঢুকে পড়ে নদীতে।'
গাড়ি চালাচ্ছিলেন ৬৪ বছরের এক মহিলা। সঙ্গে ছিলেন তার মেয়েও। গাড়ি নদীতে পড়লেও প্রাণে বেঁচে গিয়েছেন দু'জনেই। গাড়িটিকে পড়ে তুলে আনা হয়।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ