১১ ডিসেম্বর, ২০১৯ ১২:০৭

জ্যাম মোকাবেলায় সড়কে পুতুল মোতায়েন

অনলাইন ডেস্ক

জ্যাম মোকাবেলায় সড়কে পুতুল মোতায়েন

ভারতের দক্ষিণের রাজ্য কর্নাটকের বেঙ্গালুরুতে ভয়াবহ জ্যাম ও বেপরোয়া চালকদের শায়েস্তা করতে পুতুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পুতুল হলেও তার মাথায় ক্যাপ রয়েছে, গায়ে সাদা শার্ট আর পরনে খাকি প্যান্ট। চোখে দেয়া হয়েছে সাদা সানগ্লাসও। কর্তৃপক্ষের প্রত্যাশা, চালকরা তাদের আসল পুলিশ বলে মনে করবে এবং ট্রাফিক আইন ভাঙতে দ্বিতীয়বার চিন্তা করবে।

ভয়াবহ জ্যামের সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুতে আছে চালকদের ব্যাপক ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা। আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিদিন ২০ হাজারের অধিক। এই সমস্যা সমাধানে অত্যধিক জ্যামবিশিষ্ট রাস্তাগুলোর মোড়ে মোড়ে পুতুল পুলিশ বসিয়েছে কর্তৃপক্ষ।

পথচারীদের কেউ কেউ মনে করছে, এটা কার্যকর। দেখতেও ভালো। আসল পুলিশের মতোই দেখতে। অনেকে পুতুল পুলিশের সঙ্গে সেলফিও তুলছেন। 
                                                                                                                                            
বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর