২২ সেপ্টেম্বর, ২০২১ ০৫:৫৯

২৩০ ফুট উঁচু থেকে আড়াই সেন্টিমিটার দড়ির ওপর ৬০০ মিটার হাঁটলেন যুবক

অনলাইন ডেস্ক

২৩০ ফুট উঁচু থেকে আড়াই সেন্টিমিটার দড়ির ওপর ৬০০ মিটার হাঁটলেন যুবক

সংগৃহীত ছবি

এক রোমহর্ষক দৃশ্যের সাক্ষী থাকল প্যারিস। মাত্র আড়াই সেন্টিমিটার চওড়া দড়ির মধ্যে দিয়ে মাটি থেকে ৭০ মিটার বা ২৩০ ফুট উঁচু থেকে হাঁটলেন এক যুবক। তাও টানা ৬০০ মিটার পথ। অবিশ্বাস্য হলেও সত্যি। 

নাথান পলিন নামে বছর সাতাশের এক যুবক এই শ্বাসরুদ্ধ এই ঘটনা ঘটালেন। পেশায় তিনি টাইটরোপ ওয়াকার। দড়ির এক প্রান্ত বাঁধা ছিল আইফেল টাওয়ারের সঙ্গে। অন্য প্রান্ত বাঁধা ছিল শাইলো থিয়েটারের সঙ্গে। আর নীচ দিয়ে বইছে শেন নদী। 

তবে দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছিল ব্যবস্থাও। পলিনের শরীরে একটি দড়িও বাঁধা ছিল। যেটি মূল দড়ির সঙ্গে বাঁধা ছিল। যদি কোনও কারণে তিনি বেসামালও হয়ে যান তবে যাতে বিপদ না ঘটে। জানা গেছে, ৬০০ মিটার অতিক্রম করতে হয়েছে তাকে। আর বিশ্রাম নিয়েছেন কখনও বসে আবার কখনও শুয়ে।

কার্যত এই কাজ মোটেও সহজ নয়। বরং ‌দুঃসাধ্যও বটে। ইউরোপজুড়ে প্রতি বছরই সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ‘‌ঐতিহ্য দিবস’‌ পালন করা হয়। এই সময় সেখানে দর্শকদের জন্য ঐতিহ্যবাহী সব জিনিস উপভোগের ব্যবস্থা করা হয়। আর তেমনই এক ঐতিহাসিক দৃশ্য ছিল এই দড়ি ওপর ‌হাঁটা।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর