১৬ অক্টোবর, ২০২১ ১৬:০৩

ইসরায়েলে বিয়ার-আইসক্রিম পৌঁছে দিচ্ছে ড্রোন

অনলাইন ডেস্ক

ইসরায়েলে বিয়ার-আইসক্রিম পৌঁছে দিচ্ছে ড্রোন

সামরিক কাজে ব্যবহার ছাড়াও এবার মানুষের জন্য ইতিবাচক কাজে ড্রোন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে ইসরায়েল। দেশের মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কাজের জন্য এবার ড্রোনকে বেছে নিয়েছে দেশটি।

চলতি সপ্তাহে তার নমুনাও দেখা গেছে তেল আবিবে। ঘরে ঘরে বিয়ার, আইসক্রিম ও সুশি (জাপানি খাবার) পৌঁছে দিয়েছে ড্রোন।

এদিকে, দেশটির ড্রোন প্রযুক্তির উন্নয়নে ছয় মিলিয়ন ডলার বিনিয়োগের খবর জানায় বার্তা সংস্থা এএফপি। সরকারি ও বেসরকারি দুই পর্যায়েই করা হয়েছে এ বিনিয়োগ।

নতুন এই উদ্যোগের নেতৃত্ব দেয়া ডেনিয়েলা পারটেম জানান, দেশের জনবহুল শহরের ওপর দিয়ে হাজার হাজার ড্রোন ভবিষ্যতে উড়বে। এ ড্রোনের মাধ্যমে জরুরি চিকিৎসা সামগ্রী, পুলিশের সেবা ও খাবার সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

তেল আবিবের সমুদ্রসৈকতের পাগুশের উঁচু ভবনলোর ওপর দিয়ে এ সপ্তাহে তিনটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনের প্রপেলারগুলো ল্যান্ডিং প্যাডে নামার সঙ্গে সঙ্গে গর্জন করতে শুরু করে। এর মধ্যে দুটিতে ছিল সুশি এবং তৃতীয় ড্রোনটিতে ছিল বিয়ারের ক্যান।

ইসরায়েলি প্রতিষ্ঠান 'হাই ল্যান্ডার' খাবার সরবরাহকারী ড্রোনের কার্যক্রম পরিচালনা করছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর